মা চাইতেন না আমি বিয়ে করি: পপি

মা চাইতেন না আমি বিয়ে করি: পপি
ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভীন পপি, যিনি দীর্ঘদিন ধরে সিনেমার জগত থেকে দূরে আছেন, সম্প্রতি এক সংবাদমাধ্যমের সঙ্গে বিয়ে, স্বামী-সন্তান এবং সিনেমা নিয়ে আলোচনা করেছেন। তিনি জানান, বিয়ে নিয়ে তার কোনো পরিকল্পনা ছিল না, তবে একটি ভয়াবহ দুর্ঘটনা এবং পারিবারিক সমস্যার পর ২০২০ সালে তিনি বিয়ে করেন। পপি জানান, এই সময়ে তার পাশে দাঁড়ান তার স্বামী আদনান, যিনি তাকে নানা বিপদের মধ্যে সহায়তা করেন এবং পরিস্থিতি থেকে বের হওয়ার পথ দেখান। পপি বলেন, ২০১৯ সালে তার বাসায় একটি বড় দুর্ঘটনা ঘটে, যেখানে টাকা চুরি হয় এবং পরে থানায় জিডি করতে হয়। এই ঘটনার পর তিনি আতঙ্কিত হয়ে পড়েন এবং তখন তিনি উপলব্ধি করেন যে, তিনি পরিবারের কারো কাছেই নিরাপদ নন। তখনই আদনান তাকে সাহায্য করেন এবং তার পাশে দাঁড়িয়ে সমস্ত সমস্যার সমাধান করেন। এরপর, পরিস্থিতির কারণে ২০২০ সালের নভেম্বরে তারা গোপনে বিয়ে করেন, যেখানে পপির মা উপস্থিত ছিলেন না, কারণ তার মা চাইতেন না তিনি বিয়ে করে সংসারী হন। পপি আরো জানান, বিয়ের পর তিনি তার সংসার ও জীবনকে নতুন করে সাজান এবং তার স্বামীর চাহিদা অনুযায়ী জীবন গুছিয়ে নেন। যদিও তিনি একসময় বলেছিলেন, বিয়ের পর সিনেমা ছেড়ে দেবেন, তবে স্বামী তার জন্য সিনেমায় কাজ করতে নিষেধ না করলেও পপি নিজে মনে করেন, পরিবার এবং সংসারই তার প্রথম প্রাধান্য।